আমি  অন্য রকম এক নারী
বাঁচার জন্যে বাঁচি না আমি,
বাঁচার মতো বাঁচি।

বাঁচার জন্যে বাঁচতে গেলে
কোনো রকম জীবন কাটে,
হাসি খুশি হারিয়ে গিয়ে
দুঃখ দশা সঙ্গে হাঁটে।

বাঁচার জন্যে বাঁচবি যখন
দেখবি জীবন তিক্ত তখন,
লোকের খুশি লোকের বেজার
বুঝতে বুঝতে নামবে আঁধার।

সম্মুখে দোষ পশ্চাতে দোষ
দোষ তখন তোর ডানে বাঁয়ে,
যতই তেলাস যতই লাফাস
তুই ই দোষী  শহর গাঁয়ে।

এমন কেনো, কেনো তেমন
প্রশ্নবানে রক্ত ক্ষরণ,
নমো নমো করেও কি আর
পূর্ণ হবে কোনো সাধন!

ভোর থেকে রাত; রাত থেকে ভোর
সময় কি আর একটুও তোর!

পর কে নিয়েই সারাবেলা
খেলতে হবে সুখের খেলা।

তোকে নিয়ে ভাববে অন্যে
সে কপাল কি তোর জন্যে!

তারচে তো এই-ই ভালো....

বাঁচার জন্যে বাঁচার চেয়ে
বাঁচার মতো বাঁচি,
শূন্যতা কে আঁকড়ে ধরে
একলা পথে হাঁটি।

ইচ্ছে হলে আকাশ দেখি
মেঘের সাথে কথা বলি,
ইচ্ছে হলে হাসি কাঁদি
মনের কথা মেনে চলি।

আদর সোহাগ শাসন বারণ
নাইবা থাকুক সঙ্গে,
আমি আমার ইচ্ছে গুলো
সাজাই নানান রঙে।

আমি অন্য রকম এক নারী
বাঁচার জন্যে বাঁচি না আমি,
বাঁচার মতো বাঁচি।