বাবা মানে
নির্ভরতার শক্ত দুইটি হাত,
ঝড় বাদলে আগলে রাখার
মস্ত বড় ছাদ।
বাবা মানে
হেসে খেলে কাটিয়ে দেয়া দিন,
ছোট থেকে বড় হওয়ার
অনেক বড় ঋণ।
বাবা মানে
ছুটির সকাল ছুটির বিকাল বেলা,
সবুজ পাহাড় ঘুরে ঘুরে
নীল সাগরে খেলা।
বাবা মানে
চোখ জুড়িয়ে জীবনটাকে দেখা,
কোথায় কেমন চলতে হবে
শুরু থেকে শেখা।
বাবা মানে
আর্দশবান; নিয়ম নীতির ধারক,
শিক্ষাগুরু হাতেখড়ি
সন্ধি সমাস কারক।
বাবা মানে
গা গরমে জড়িয়ে থাকা বুক,
কষ্ট ব্যথায় হিমেল পরশ
হাসি মাখা মুখ।
বাবা মানে
আদর সোহাগ মিষ্টি মধুর শাসন,
জ্যোৎস্না রাতে বেহেশত দোজখ
পুলসিরাতে কথন।
বাবা মানে
পৃথিবীতে প্রথম আশ্রয় স্থল,
হোঁচট খাওয়া যুদ্ধ মাঠে
শক্তিশালী বল।
বাবা মানে
ব্যাপক সাহস একলা জীবন রথে,
বাবা মানে
ভরসার হেলান ক্লান্ত শ্রান্ত পথে,
বাবা মানে
অভয় দেওয়া বজ্র কণ্ঠস্বর,
বাবা মানে
খোলা আকাশ বিশাল পরিসর,
বাবা মানে
কষ্ট দেখে দুঃখ পাওয়া মন,
বাবা মানে
ভালো রাখার চেষ্টা সারাক্ষণ,
বাবা মানে
খোলা হাওয়ায় বুক ভরা নিশ্বাস,
বাবা মানে
পৃথিবীতে নির্ভয় বিশ্বাস।