হঠাৎ করেই পরিচয় হয়ে যায় এমন কিছু মানুষের সাথে,
প্রথমালাপেই তাদের বড় বেশি রকম ভালো মানুষ বলে মনে হয়,
কথার মিষ্টতায় খুব সহজেই ঘায়েল হবেন আপনি--শুরু হবে বন্ধুত্ব।
অন্ধের মতো বিশ্বাস করতে শুরু করবেন তাকে,
এক সময় তার ভালো মানুষি আচরণে আপনি নিজের অজান্তেই নিজেকে সঁপে দেবেন তার কাছে,
হয়তো ভাবতেও শুরু করবেন-- বড় ভাগ্য করে জন্মেছিলেন আপনি।
আপনি তখন বিবেক নয়, আলোচনায় বসেন আবেগের সাথে; আবেগের কথাই শুনতে এবং মানতে শুরু করেন।
আবেগ কে প্রশ্রয় দিয়ে আর বিশ্বাসে অন্ধ হয়ে হয়তো এর আগেও ঠকেছেন আপনি,
কিন্তু তারপরও আবেগ বলে---- সবাই এক রকম হয় না ; মানুষে মানুষে তফাৎ আছে।
নতুন করে বিশ্বাস করতে আরম্ভ করলেন----
ব্যাস-দ্বিতীয় পক্ষ বুঝে গেলো আপনার বোকামি ; বুঝে গেলো চাইলেই পাওয়া যায় আপনাকে,
সত্যি বলতে তাকে আপনিই বুঝতে সাহায্য করলেন --আপনি কতটা সহজলভ্য!
সহজে যাকে পাওয়া যায় ; যে সহজলভ্য , সে তো সস্তা গুরুত্বহীন ।
আপনাকে আরও আরও পেতে এমন সব প্রতিশ্রুতি দেবে যা আপনার আজীবনের বাসনা।
কারণ, আপনি আবেগের কথা শুনে নিজেকে এমন ভাবে জাহির করেছেন,
সে আপনাকে পুরোটাই মুখস্থ করে নিয়েছে।
আপনি যখন পুরোপুরি ঘায়েল ; ঠিক তখনই বেরুবে তার আসল রূপ।
অযাচিত কথার বুলেটে ক্ষত-বিক্ষত হবে বিশ্বাসে টইটুম্বুর হৃদয়,
আর কতকাল এই পরাজয়!!
তাই,
যেখানে আপনি সস্তা ; গুরুত্বহীন
সেখান থেকে বেরিয়ে আসুন,
নিজেকে মূল্য দিন,
নিজেকে ভালোবাসুন।