পৃথিবীর এই আলো বাতাস
সুন্দরেরে ছাড়ি ,
একদিন ঠিক চলে যাব
আমার আপন বাড়ী ।
এই যে এত কষ্ট পাওয়া
দুঃখ সারি সারি ,
সুখের তরে সারা জীবন
চলছে পায়চারী ।
সময় এলেই ঘুচিয়ে দেব
সকল লেনাদেনা ,
চিরতরে থেমে যাবে
আমার যত বায়না ।
মায়ার বাঁধন ছিন্ন করে
দূরে আছো যারা ,
খুব দূরে নয়,আসবে সেদিন
থাকবে আমি হারা ।
মাটির আঁধার ঘরই আমার
আমি হব তার ,
মিছে মায়া---এই পৃথিবী জগত সংসার ।