সুন্দর এক সত্য নিয়ে পৃথিবীতে আপন গতিতে নেমে আসে সাঁঝের আলো,
ধীরে ধীরে রঙ বদলানোর খেলায় কৃতিত্ব দেখিয়ে
তুখোড় খেলোয়াড়ের তালিকায় নিজেকে দাঁড় করিয়ে আবার এগিয়ে চলে সম্মুখে; এগুতে থাকে,
আবছা আলো আরও কালো হয়, আরও কালো।
ক্লান্ত পথিক নিজেকে সমর্পণ করে রাতের কাছে,
আকাশে তখন ছানাপোনা নিয়ে মা পাখির একচ্ছত্র আধিপত্য ,
চন্দ্র তারার সীমাহীন সৌন্দর্যে বিকশিত সাঁঝের আলো
রাতের বুকে মিলেমিশে আরও বেশি বিলীন হয়,
কে বলে রাত সুন্দর নয়!!
গহীন রাতের কালো রঙে অনবদ্য এক সুন্দর থাকে।
সুন্দর কস্মিনকালেও মিথ্যে বলে না,
সুন্দরে কোনো ছলনা থাকে না।
সত্য সুন্দর,  সুন্দরই সত্য।
সুন্দর এক সত্য সঙ্গে থাকে বলেই সাঁঝের বেলা এতো মোহময়,
রাতের রঙে সে  সুন্দর সত্য আরও বেশি প্রস্ফুটিত হয়।
প্রস্ফুটিত সুন্দরের কাছে দাঁড়িয়ে,
আমি সে নির্মম সত্যকে উপলব্ধি করি রোজ,
উপলব্ধি করি,
রাতের গভীরতায় মেলে আলোকিত প্রভাতের খোঁজ।