আঙ্গুল ছুঁয়ে বলেছিলি
সঙ্গে নিয়ে জ্যোৎস্না ছুঁবি,
জ্যোৎস্না রঙে মন রাঙিয়ে
রাঙা মনে জায়গা দিবি।
বলেছিলি শ্রাবণ এলে
পা ভিজিয়ে বর্ষা জলে
শক্ত হাতে হাতটা ধরে
নিয়ে যাবি অনেক দূরে।
আঙ্গুল ছুঁয়ে বলেছিলি
সঙ্গে নিয়ে আকাশ ছুঁবি,
তারার ফুলে মালা গেঁথে
এলো খোপায় পরিয়ে দিবি।
বলেছিলি শীত কুয়াশায়
থাকবি জুড়ে নকশিকাঁথায়
শিশির হয়ে ঘাসের ডগায়
ছুঁয়ে দিবি আলতো ছোঁয়ায়।
আঙ্গুল ছুঁয়ে বলেছিলি
সঙ্গে নিয়ে স্বপ্ন ছুঁবি,
রঙিন সূতোর নাটাই হাতে
দূর আকাশে উড়িয়ে দিবি।
বলেছিলি শরত এলে
শুভ্র সাদা মেঘের কোলে
দুঃখ গুলো উড়িয়ে দিয়ে
বাঁচবি সুখের পরশ নিয়ে।
আঙ্গুল ছুঁয়ে বলেছিলি
তুই কেবলই আমায় ছুঁবি
পাশে থেকে সারা জীবন
আমাকে তুই সঙ্গ দিবি।
আঙ্গুল ছুঁয়ে বলেছিলি
আঙ্গুল ছুঁয়ে বলেছিলি।।