যদি বাতাসে আগুনের ফুলকি ওড়ে
আকাশের তারা যদি খসে পড়ে,
যদি চাঁদ আর জোছনা না বিলায়
দিবাকরও যদি অজানায় হারায়,
যদি সাগর শুকিয়ে মরে
পাহাড়ের উচ্চ শির যদি যায় ঝরে,
যদি মুক্ত বিহঙ্গ দল
হারিয়ে সব বল
নীড়েই কাটায় দিন
পৃথিবী যদি ফিরিয়েও চায় সকল ঋণ,
ভূতল ফেটে যদি জ্বলে ওঠে আগ্নেয়গিরি
যদি ভেঙ্গেও যায় আকাশচুম্বী অট্টালিকার
সবকটা সিঁড়ি,
আপন কক্ষপথ ভুলে যদি পৃথিবী
ঘোরে উল্টো পথে
যদি ভালোবাসার বিকিকিনি হয় কোন
গ্রাম্য রথে,
আমি তখনও বলবো------
ভালোবাসি...আমি তোমাকেই ভালোবাসি।