হ্যাঁ,আমি পারি না---
আমি পারি না অনৈতিক রীতির সাথে
তাল মিলিয়ে সমাজের কলুষিত উচ্ছন্নতায়
গা ভাসাতে।
সত্য কে মিথ্যা আর মিথ্যা কে সত্যের
জোয়ারে ভাসাতে শিখিনি কখনো,
আমি জীবন নিয়ে জুয়া খেলার
নিয়ম বুঝি না;বুঝতেও চাই না।
চক্ষু লজ্জাহীন বেলেল্লাপনায়
মত্ত হতে পারি না আমি,
পারি না বিকৃত মানষিকতার নোংরামী কে
সাদরে সম্ভাষণ জানাতে।
নিয়ম নীতি আর বাঁধনের বেড়াজাল ছিঁড়ে
অনিয়মের নিয়মে যারা বসত গড়ে
সংগোপনে;
আমি তাদের ভিড়ে হারাতে চাই না নিজেকে।
কথায় ও কাজে
অন্তর আর মুখে
আমি আজীবন চলেছি এই সততা খুঁজে,
কোথাও পাইনি;কোত্থাও না।
হ্যাঁ,আমি পারি না---
আমি পারি না দ্বৈত চরিত্রে নিজে কে
বিলিয়ে রংবাজ সাজতে,
শৃঙ্খলার বাঁধন কাটা সূতোয়
আমি স্বপ্নের জাল বুনতে পারি না,
বিধাতায় বিশ্বাস হারাতে পারি না,
জীবনের অন্য মানে খুঁজি না।
জীবনের পথে প্রান্তরে তাই আজ কেবলই
"না" এর ছড়াছড়ি,
শুধু না না না..........
হ্যাঁ--আমি পারি না,
আমি পারি না কাউকে/কিছু
ধরে রাখতে।
আজ তাই ডানে বাঁয়ে
সম্মুখ পেছনে বিরাজমান শূন্যতা,
সত্যিই কি এ আমার অপারগতা!
নাকি ব্যক্তিত্বের সততায়
    হৃদয়ের শুদ্ধতা!!