আমি কাউকে করি না ভয়
সত্যের সাথে হাত মিলিয়ে
মিথ্যা করিবো ক্ষয়,
আমি কাউকে করি না ভয়
ন্যায়ের পথে অটল থাকিয়া
ঘুচাইবো পরাজয়,
আমি কাউকে করি না ভয়
সুন্দরেরে জীবনে গাঁথিয়া
রাঙাইবো এ হৃদয়,
আমি কাউকে করি না ভয়
বর্ণের পিঠে বর্ণ বসিয়ে
দুঃখ করিবো জয়,
আমি কাউকে করি না ভয়
বিধাতা আমার সহায়
আমি সাধারণ অতিশয়
আমি কাউকে করি না ভয়।।