আজো তুমি কাজল পড়ো
আমার প্রিয় চোখে
মেহেদি রঙ আগের মতো
থাকে তোমার নখে?
কভু যদি আসো তুমি
কাজল আঁকি তাই
রাঙা হাতে তোমায় আমি
ছুঁতে যদি পাই!
কাঁঠাল চাপা খোপায় আজো
আগের মতো গুঁজে
জীবন কেন কাটিয়ে দিলে
আমায় খুঁজে খুঁজে?
জীবন সে তো বড্ড ছোট
ফুরিয়ে এলো দিন
কি-ই বা ক্ষতি একলা যদি
বয়ে বেড়াই ঋণ!
জীবন যুদ্ধ;যুদ্ধ জীবন
বইছো একা নারী
যুদ্ধ খেলায় দিতে হলো
আমায় দূরে পাড়ি।
যাত্রী বিহীন জীবন যানে
আমি একা যাত্রী
তোমার নীড়ে সুখেরা সব
থাকুক দিবা রাত্রি।।