নিজের সাথে নিজের কাটানো সময়গুলো
মাঝেমাঝে বড্ড বেশি লম্বা হয়ে যায়,
চলতে চলতে পথ ফুরিয়ে যায়
তবু সময় ফুরোয় না।
তখন ভীষণ রকম অভিমান হয় আমার,
খুউব অভিমান হয়---
বিধাতা এতোটা একা করে মানুষ কেনো বানায়!
দিন শেষে রাত আসে, রাতেরও দিন আছে,
কেবল আমারই কেউ নেই, কিচ্ছু নেই।
আমার জীবনের নাট্যমঞ্চে মঞ্চায়িত নাটকে
আমি একাই অভিনেতা
একাই দর্শক-শ্রোতা।
আমার নিজস্ব কোনো ঠিকানা নেই,
ব্যক্তিগত কোনো মানুষ নেই।
আমার হাতে কোনো হাত থাকে না,
ভালোবাসার টান থাকে না।