অঝরে ঝরে পড়া বৃষ্টির মতো
আমার লালিত স্বপ্নরা ঝরে গেছে;
সে অনেক দিন আগে ।
তবু আকাশ ধূসরতায় তাকিয়ে থাকি---
যদি কখনো সোনালী রোদ্দুর এসে
রংধনু সাত রঙে রাঙিয়ে যায়
অযতনে পড়ে থাকা-জীবনের
রং চটা ক্যানভাস!
যদি আবার স্বপ্ন সুখে মুখরিত হয়
হৃদয়ের নির্জন ক্যাম্পাস !
ধূসরতা কেটে
আকাশ বুকে
সফেদ মেঘও যদি ভেসে ওঠে,
আমি ছুটে যেয়ে জলধি কাছে
আমার স্বপ্ন ভাঙ্গা ধূসরতা জলাঞ্জলি দেবো
সফেন তরঙ্গ মাঝে ।
আমি তাই প্রতীক্ষার প্রহর গুণি,
আর যত বন্ধুর পথ
জীবনের অলি গলি,
কেবলই হেঁটে চলি.....
হেঁটে চলি নিরবচ্ছিন্ন নিঃসঙ্গতাকে বুকে চেপে
একা শুধু একা ।।