এক একটা দীর্ঘশ্বাস
এক একটা
     ইতিহাস আমার,
চুপসে যাওয়া স্বপ্নগুলো
যতবার ভুলতে চেয়েছি ,
কেবল মাথাচাড়া দিয়ে
      উঠেছে বারবার ।

স্মৃতির স্তূপে যখন ই ডুব দিয়েছি
ওরা কষ্টকাঁটা হয়ে বিঁধেছে
     আমার হৃদয় গহীনে,
তবু ভালোবাসার পরম মমতা ছোঁয়ায়
ওদের লালন করেছি আমার
      অন্তরের অরণ্যে ।

নাহ্ ,এভাবে আর নয়
আমি এবার অকুতোভয় ।
মিনমিনে মিনতির স্বরে
কোন অনুরোধ নেই
        কারো কাছে,
সোচ্চার হবো;বিতাড়িত করবো তাদের ,
হৃদয়ে যত স্মৃতিরা আছে ।

নারীর সার্টিফিকেট বহন করে চলেছি বলে কোনো অনুশোচনা নেই আর ,
যদিও এক একটা দীর্ঘশ্বাস
এক একটা
        ইতিহাস আমার ।