কোনো এক গভীর রাতে যদি হঠাৎ ঘুম ভেঙে যায়,
খুব যদি ইচ্ছে হয় তোমাকে সঙ্গে করে আকাশের তারা গুনবার,
অথবা কোনো এক লাজুক ভোরে যদি খুব সাধ জাগে,
তোমাকে সঙ্গে নিয়ে সূর্যোদয় দেখবার,
তুমি কি সঙ্গে যাবে, সঙ্গি হবে আমার?
অথবা ধর,
ধর যদি নিয়ন বাতির আলোয় শহরের ফুটপাত ধরে বহুদূর হেঁটে যেতে চাই পাশাপাশি দুজন মিলে,
যদি দুদণ্ড সময় কাটাতে মন চায় শাপলা শালুক ঝিলে,
তুমি কি সঙ্গি হবে আমার, যদি কষ্টরাও  হাসে আকাশের নীলে?
কোনো এক শ্রাবণে যদি তোমার গায়ে হেলান দিয়ে কাটিয়ে দিতে চাই ঝড়ো বরষার তুমুল এক জ্যান্ত দুপুর,
তোমাকে সঙ্গে নিয়ে যদি চরণ যুগল ভেজাতে চাই জলে,
যদি রিনিঝিনি শব্দে বেজে ওঠে আমার পায়ের নূপুর,
তুমি পাশে থাকবে আমার, নাকি হারিয়ে যাবে দূর বহুদূর?
হঠাৎ যদি কোনো পৌষের কুয়াশায় উত্তাপ হতে চাই তোমার,
যদি শরত সুন্দরে হতে চাই কোনো নিখাঁদ সুখের হাহাকার,
তুমি প্রশ্রয় দেবে আমায়, নাকি ছড়িয়ে দেবে নিকষ কালো অন্ধকার?
কখনো যদি তোমার বুকের দীর্ঘশ্বাস হতে চাই,
অথবা তোমার পাথর চাপা কচি সবুজ ইচ্ছে রঙে
ভালোবাসার নীল কাব্য আলপনা এঁকে যদি বলি,
চলো, দুই চোখ যেদিকে যায় হারিয়ে যাই-
গন্তব্যহীন কোনো গন্তব্যে,
তুমি কি যবেে?