খুউব ইচ্ছে করে;
একবার মুখোমুখি হই ওদের,
চিৎকার করে বলি---
আমার সময়গুলো ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও আমার দেওয়া নিশ্চয়তাগুলো।
ফিরিয়ে দাও সেই সময়গুলো---
যখন এই নগণ্যের ভরসায়
তোমরা ছিলে নিশ্চিন্ত নির্ভাবনায়।
না---এ আমার অহমিকা নয়
ওদের পরাজয়,
ওরা পারবে না;
সময় ফিরিয়ে দিতে কেউ পারে না!
আমি কৃতজ্ঞতাও চাইনি কখনো;
চেয়েছিলাম একটু মমতার ছোঁয়া,
চাকচিক্য সেঁটে যাওয়া জীবনের ভাঁজে
ওদের সব হারিয়ে গেছে।
ভদ্রতার লেবাসে ওরা ভয়ানক
অভাবী আজ,
জীবনের অগ্র পশ্চাৎ এ
শুধুই কৃত্রিমতার ফাঁস।
সম্পর্কের ছেঁড়া চাদরে জোড়াতালি
না লাগুক আর
চাইনে কারো দয়া দাক্ষিণ্য আমার।
আমি নির্বিঘ্নে হেঁটে যাবো আমার গন্তব্যে;
সুশীতল ছায়াঘেরা মসৃণ পথ ধরে।
আমার স্বপ্ন পথের ভিড়ে
ওরা তখন গভীর দীর্ঘশ্বাস
এবং ইতিহাস।