তুমি আমার ধূসর জীবনে
পলাশ ফোটা ভোর ছিলে,
ছিলে শিমুলের রঙ;
                  কোকিলের কুহুতান।
হুম---তখন ফাল্গুন;
ভরা যৌবন তার,
তুমি ধবল জোসনা ছুঁয়ে
হয়ে গেলে আমার।
যুবতী ফাল্গুনি রাত----
দুজন পাশাপাশি
হাতে নির্ভরতার হাত।
তারপর;
তারপর হঠাৎ ই তুমুল ঝড়,
হারিয়ে গেলে অজানায়
করে দিয়ে পর।
আমি তবু অপেক্ষায় থাকি------
আবার ফাগুন এলে
তুমি ফিরে আসো যদি!