হেসে যায় তো যাকনা এমন,
রাতে চাঁদ হাসে যেমন;
হাসছে তার সেই ছবিটা,
লিখছি আমি এই কবিতা।
চোখের তারা নেচে উঠে,
আকাশ বুঝি কেঁদে উঠে,
মেয়েটা তবে কাঁদছে নাকি?
কবিতা এখনো পুরো বাকী!
চোখে তোমার কাজল নাকি?
কাঁদলে কিন্তু ভিজে যাবে,
বললাম তো দেবনা ফাঁকি,
একটা জীবন কেঁটে যাবে।
চুলগুলো তার খোলা ছিল,
খিলখিলিয়ে হেসে উঠে;
ঠোঁটগুলো তার কাঁপছিল,
মুখে গানের কলি ফুটে।
একটু একটু কথা বলে,
লজ্জা লজ্জা মুখ করে;
পরে একটু উষ্ণ হলে
ঠোঁট দু’টো সে শক্ত করে।
চুলগুলো তার প্যাঁচ খেলে যায়
অবাক আমি তাকিয়ে রই,
কবিতার আমার ফাঁকা রয়ে যায়
এখন আমি আর কবি নই!
হঠাৎ কবিতায় ঝড় উঠে যায়,
তার, সঙ্গে নেই কোন ছাতা;
হঠাৎ কবিতায় সুর খুঁজে পায়,
তার, নতুন প্রেমের হালখাতা।