ক্ষুধার্ত পেটের চামড়া পিঠে লেগে গেছে,
কোন অন্তর্ভেদী দৃষ্টি লাগেনা তা বুঝতে,
অপুষ্টিতে চুলের রঙ লাল হয়ে গেছে,
চোখ দুটো যেন কোন বোবা টানেল,
পাটকাঠির মত হাত পা অসার,
জীর্ণদেহ, রুগ্ন শরীরটা যেন একটা দূর্বল পাথর।
মুখে অপার বিস্ময় নিয়ে আকাশে দৃষ্টি,
দুনিয়ার সব দুঃখ তবে তাদের জন্যে সৃষ্টি?
এর ওর কাছে অর্থ, খাবার চাইতে গিয়ে অপমান,
কোথায় ঈশ্বর? কোথায় তার শান?
মুখে তাদের ঈশ্বরের নাম সবসময় বাঁধা,
মাঝে মাঝে ঈশ্বর ভক্তি,
তবে মাঝে মাঝে,
নাকি লোক দেখানো ধাঁধা,
অর্থেই তাদের মুক্তি,
আর মুক্তিতেই যে তাদের ঈশ্বর।