আমি আজ যুদ্ধ ঘোষণা করলাম রাস্তার
ঐ হলুদ আলো দেওয়া ল্যাম্পপোস্ট এর সাথে;
যার হলুদ আলোয় নিরুপম স্বপ্ন এঁকেছিল
কাংখিতার চোখে;
সে স্বপ্ন তবে কেন আজ বৃথা গেল?
তবে কি সব দোষ ঐ ল্যাম্পপোস্ট এর’ই?
আমি আজ যুদ্ধ ঘোষণা করলাম ঐ
পিচ ঢালা রাস্তার প্রতিটি বালুকণার সাথে;
যারা প্রতিটি কণা সাক্ষী হয়ে আছে
নিরুপম আর কাংখিতার সেই কয়েক ঘণ্টার সাথে।
তবে তাদের সেই হাঁটা পথ দেখালনা কেন?
তবে কি সব দোষ ঐ রাস্তারই?
আমি আজ যুদ্ধ ঘোষণা করলাম
আমার সব আকাংখার সামনে আসা বাঁধার সাথে;
পকেটে নেই কোন গ্রেণেড, চাকু;
নেই কোন মর্টার কিংবা সৈন্য দল,
শাহবাগ থেকে এক গুচ্ছ কাঁটাবিহীন
লাল গোলাপ নিয়ে এসেছি;
দেখি যুদ্ধ জয় হয় কিনা!