মাত্র তিনদিন তোমার সাথে দেখা হয়না
এদিকে আন্দোলনের জোয়ারে ভাসছি আমি;
রাজনীতি করুণ দশাতে মজে আছি,
এই তিনদিনে মনে হচ্ছে গোটা একটা
মুক্তিযুদ্ধ কিংবা এরশাদ বিরোধী আন্দোলন
ইচ্ছে করলেই হয়ে যেতে পারত।
কিংবা হেফাজত জামাআত শিবির তাদের
সব কয়টা দাবি নিয়ে রাস্তায় নামত।
কিংবা সিটি করপোরেশন নির্বাচনে সেই
উচ্চাংগ বিনোদনদায়ক গানগুলো শুনে
শেষ হয়ে নির্বাচনটা হয়ে যেত।
আরেকদিকে লজ্জায় কুঁকড়ে আছি,
তোমার সাথে দেখা করব বলতে গিয়ে থামি।
মাত্র তিনদিন তোমার সাথে দেখা হয়না
মনে হচ্ছে হিমালয়ের বরফ সব গলে গেল,
রোজ কেয়ামত আসতে আর বেশি দেরী নেই,
মনে হচ্ছে গ্রীষ্ম গিয়ে শীতকাল চলে আসল,
তিনকে তিনশ মনে হচ্ছে হঠাৎ,
তবু আমি কিছু বলিনা, আমি বলবনা
আমার সাথে একটু দেখা কর, অপেক্ষায় আছি;
কবে তোমার আমাকে একটু দেখতে ইচ্ছে হবে।
তিনদিনকে তোমার মনে হবে পৃথিবীর আয়ু।
হ্যাঁ, মাত্র তিনদিন তোমার সাথে দেখা হয়না।