তোমায় দিয়েছিলাম এক গোলাপ
পাপড়িগুলো মরে গেল, গন্ধ শেষ হয় গেল;
সেই গোলাপটা মনে রয়ে গেল খালি;
পানি? কোথায়?
এতো শুধু ধু-ধু বালি।
তোমায় দিয়েছিলাম এক সাগর ভরা সুখ
সাগরের পানি কাল হয়ে গেল কবে
সেই কথা খালি মনে রবে;
সাগরের সৌন্দর্য তোমাকে তবে ছুঁতে পারেনি!
আমার সেই এক সাগর ভালবাসা
কেঁদে বেড়ায়, আজও মরেনি!
শুনেছি ভালবাসলে কতকিছু পাওয়া যায়!
সূর্যটাকে কত কাছে মনে হয়!
প্রতিটি অমাবস্যাকে পূর্ণিমা মনে হয়?
কিন্তু এ কেমন ভালবাসা?
কোনদিন মুখ ফুটে কইতে পারিনি;
স্বার্থপর ভালবাসা,
আমাকে শুধু কাঁদতে শিখিয়েছে!