ইচ্ছে করছে এই ভীরে ভরা রাস্তার
ঠিক মাঝখানটিতে দাঁড়িয়ে বিকট স্বরে
চিৎকার করে উঠি আরেকটিবার
সূর্য নাহয় আজ না উঠুক ভোরে!
ইচ্ছে করছে পৃথিবীর সব গাছ আজ
ভরে উঠুজ সবুজ নতুন পাতায়;
এ প্রকৃতির কেমন নিষ্ঠুর সাজ?
যেখানে প্রতিটি মা তার ছেলে হারায়;
আমার বোন আজ বীরঙ্গনার বেশে কেন?
বাবা? শহীদ। লাশ খুঁজে পাইনি;
কদিন নাকি ভেসেছিল শীতলক্ষ্যার
নষ্ট কালো ঘোলাটে পানিতে;
কারও তো কোন দুঃখ নেই
এত মানুষের প্রাণ হানিতে!
ছোট ভায়ের কপালে তিলক পড়িয়ে
দিয়ে গেছে নিষ্ঠুর বুলেট;
কপালে রক্তের সিঁদুর
ভুল করেছিল যুদ্ধে গিয়ে এক।
সূর্য, হ্যাঁ! তোমাকেই বলছি,
কি করে তুমি আলো দাও?
তোমার মুখ দেখাতে লজ্জা হয়না?
নাকি আমাদের লজ্জা দাও?
আমরা যা আশীর্বাদ ভাবি।
ঈশ্বর কার কার হিসেব নেবেন?
সবার যে ঝুলি ভরা পাপ আর পাপ;
স্বর্গ থেকে শহীদরা নিশ্চই দিচ্ছেন
চোখ বুজে কলংকের অভিশাপ!
ইচ্ছে করছে এই ভীরে ভরা রাস্তার
ঠিক মাঝখানটিতে দাঁড়িয়ে বিকট স্বরে
চিৎকার করে উঠি আরেকটিবার
সূর্য নাহয় আজ না উঠুক ভোরে!