যখন মেঘে ঢাকা চাঁদটা দেখে বিস্বাদ লাগবে,
পূর্ণিমার সময় মনে হবে ঘোর অমাবস্যা।
চাঁদের পবিত্র আলোর জায়গায় কলংকই
আমাকে যখন আকর্ষণ করবে বেশি;
তখন এসে বলতে পারবেনা?
মেঘ চলে যাক, চাঁদের আলোয় তোমার
ভালবাসা আমাকে আলো হয়ে স্পর্শ করবে?
যখন সমুদ্রের ফেনিল জলরাশির ঢেউ
আমার চোখ এড়িয়ে চলে যাবে;
আমি ভেসে যেতে থাকব ভাটার টানে,
ঐ দীপ্তিময় সৈকত যখন আমার কাছে
শুধু বেলে-আবর্জনা মনে হবে
তখন এসে বলতে পারবেনা?
তোমার ভালবাসা আমাকে জোয়ারের মত
ভাসিয়ে নিয়ে তলিয়ে যাবে আরও গভীরে?
যখন আমি প্রচণ্ড রকমের হতাশ থাকব
সমাজকে আমার মনে হবে কোন ভয়াল যাদুঘর;
সকল মায়া-মমতাকে মনে হবে কাল-যাদু;
দুঃখ যখন গ্রাস কবে আমার প্রতিটি রাতের স্বপ্ন;
সুখ যখন আমার কাছে হবে মরীচিকা;
কালবৈশাখীর মত দুঃখ জীবনকে যখন ছিঁড়ে খাবে;
তখন এসে বলতে পারবেনা?
তোমার ভালবাসা আমার জীবনকে করবে রঙ্গিন?
ফিরিয়ে আনবে ভুলে যাওয়া সুদিন?