মাঝে মাঝে তোমায় বড় অবিশ্বাস করতে ইচ্ছে হয়,
কোথায় থাক তুমি, কি বা তোমার আকার?
কি করে তুমি করবে আমায়,
স্বর্গ-নরক পারাপার?
মাঝে মাঝে নিজেই আমি অবিশ্বাসে ভুগি,
কিসে বিশ্বাস করব কিসে নয়?
বিশ্বাসে বিশ্বাসে স্থাপন করে বৈরাগী,
কোথায় আছ তুমি? বাতাস কিংবা আলোয়।
মাঝে মাঝে আবার আমি হয়ই বিশ্বাসী,
পৃথিবী কি করে সূর্যের চারিদিকে ঘুরে,
মহাজগতে কে হয় কার জাত মাসী,
কিংবা ঐ গাছে পাখি কি করে ডাকে সেই সুরে?
মাঝে মাঝে নিজের অস্তিত্বের কথা ভাবি,
এ জগত সৃষ্টি হোল কোথা থেকে,
কোন আবিরের রঙ্গে আজ আমি কবি?
কিন্তু মাঝে মাঝেই মন আমার যায় বেঁকে।
মাঝে মাঝে ভাবি, কিভাবে আসল সব?
এই মহাদেশ সৃষ্টির পেছনে আছে কত বিন্দু বালি,
তুমি উপর থেকে সব দেখছ আমার রব;
আঙ্গুল দিয়ে ইশারা কর আর দাও হাত তালি।