ছুঁড়ে ফেলে দিবে? নর্দমার কোণায়?
আত্মশ্লাঘার বিষাক্ত বিষে কোন সর্প তুমি,
ভালবাসার মূল্য পরিমাপ করতে জাননা,
কাল নাগিনী, ভালবাসার ঘাতক,
তোমার কি কোন শাস্তি হবেনা?
যাবজ্জীবন ভালবাসার শাস্তি হোক তোমার।
আমি যে সেই শাস্তি নিয়ে বেঁচে আছি,
তুমি আমি যেন ভালবাসার এক জেলে
আটকে ভগ্ন করি আমাদের তপ্ত মনোরোথ।
আগুন জ্বালাও, জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার কর।
দাও আগুন, বাষ্প হোক আমার তরল ভালবাসা,
কিন্তু, ফানুস হয়ে যখন আকাশে উড়ে যাব,
ভালবাসার মুগ্ধতা ছড়িয়ে যাব,
তোমার ঘৃণা আমার ভালবাসার সম্পৃক্ত বাষ্প,
আকাশে আমি দুঃখী মনে উড়ব,
তখন তো আমার দিকে ফিরে তাকাবে
সকরুণ কোন দুঃখী নয়নে,
তখন আবার আমাকে ফিরে চেওনা যেন।
আজ আমি হারিয়ে যাব,
আজ আমি জ্বালাময়ী ভালবাসার ফানুস হব।