ভাইরাস
মনোতোষ কুমার মজুমদার
আমারা জানি ভাইরাস সব অনুজীবী একদল।
কুরে-কুরে খায় এ দেহখানি অবিরত অবিচল।
এরাওতো সব ভাইরাস মানো সমাজকে খায় কু্রে।
স্বার্থমগ্ন মত্ত যেসব ওঠে মৃত্যুপাতাল ফুঁড়ে।
এদের কোষে নেই যে বিবেক,ধ্বংস এদের নেশা।
রক্ত নিয়ে কান্না বেচে হত্যা এদের পেশা।
এরা হত্যা করে মনবতা পুড়িয়ে চলে দেশ।
এদের অন্ধমনের রন্ধ্রে রন্ধ্রে হিংসা নির্নিমেষ।
খুঁজতে হবে কোন সে বিষে এদের হবে নাশ।
মানবরূপী এই ভাইরাস সভ্যতারই ত্রাস।