ভালোলাগে
মনোতোষ কুমার মজুমদার
ভালোলাগে উদাস মেঘের আনাগোনায় নিজেকে খুঁজে পেতে।
ভালোলাগে সবুজ হুল্লোরে বাঁধভাঙা মনকে ছুটিয়ে দিতে।
ভালোলাগে পাহাড়ী ঝর্ণার বাহাড়ি রঙে নিজেকে রাঙাতে।
ভালোলাগে নতুনের আহ্বানে পুড়োনোরে ভাঙ্গাতে।
ভালোলাগে অনন্ত সাগরপাড়ে অশান্ত ঢেউ গুনতে।
ভালোলাগে নিঝুম দুপুরে রিমঝিম বৃষ্টির টুপটাপ শুনতে।
ভালোলাগে কোকিল কুহু শুনতে ঐ কৃষ্ণচূড়ার ডালে।
ভালোলাগে দেখতে আহা! পানকৌড়ি জলে।
ভালোলাগে ক্লান্ত পথিক বটের ছায়ায় বসে।
ভালোলাগে দেখতে চাষি যখন লাঙল চষে।
ভালোলাগে গ্রামের মেয়ে দল বেঁধে যায় গাঙে।
ভালোলাগে নীল আকাশে উড়ছে চাতক-ফিঙ্গে।
ভাললাগে তপ্ত দিনের পাগলপারা দুপুর।
ভালোলাগে লাজুক মেয়ের ত্রস্তপায়ের নুপূর।
ভালোলাগে ঝোড়ো হাওয়ায় বাদল মেঘের ঘটা।
ভালোলাগে বৃষ্টিধারা কনক বিজলি ছটা।
ভালোলাগে ঐ দিবাকর ডুবছে সাগরপাড়ে।
ভালোলাগে দুধবলাকা ফিরছে তাদের নীড়ে।
এমনি কত ভালোলাগার নিত্য জীবন খেলা।
কুঁড়িয়ে নেব বাড়িয়ে দুহাত জীবন যে এক মেলা।