সদুপদেশ
মেনেচলি
মনোতোষ কুমার মজুমদার
পরিমানে নয় বিচার কর গুন কি আছে দেখে।
লাগামহীন স্বাধীণতা তো স্বেচ্ছাচারিতা, একথা নাও শিখে।
সাধারন জ্ঞান অতি অসাধারণ মানতে তোমায় হবে।
ভয় থেকেই তো দাসত্ব আসে, কাজ স্বাধীণতা দেবে।
একই সাথে থাকলে জেনো ভাঙ্গা কঠিন হয়।
আজকের বীজ কাল মহীরুহ, বিশ্ব করবে জয়।
সফলতা তো চরৈবেতি নয়তো শেষের স্থল।
সফলতা চাইলে পরে ধৈর্য ধরে চল।