ক্ষত
মনোতোষ কুমার মজুমদার

বুকের দগদগে ক্ষতটা কিছুতেই মিটতে চাইছে না।
শুনেছি সময় নাকি শ্রেষ্ঠ ডাক্তার।
আমার এ ক্ষত সারাবার ভার সময়- ডাক্তারের হাতে দিলাম।
সারবে কি সারবে না জানিনা।
যত দিন তা না হয় পুড়ুক।
পুড়ে ছাই হোক এ মন লাশ।
অশান্ত হাঁস ফাঁস করা এ মন সীমাহীন উশৃঙ্খলতায় দিগ্বিদিক
উড়ে যেতে চায়।
বাঁধন আজ আলগা হতে হতে
ভোরের শিউলির মত ছিন্ন হবার অপেক্ষায়।
বুকের ক্ষতটা কেবলই দুঃসহ যাতনা দেয়।
পাওয়া নাপাওয়ার হিসাব মিলাই না আর।
বুকের ক্ষত হতে চুঁইয়ে পড়া রক্ত কালশীটে হয়ে গেছে।
সেই কালো দাগে অতীত ঝাপসা হয়ে গেছে।
অতীত আমায় কাঁদাক।
অশান্ত এ মন ভিজিয়ে শান্ত করুক।
ক্ষতটা সারুক বা না সারুক কিছু যায়না আমার।
মনে হয় এই বেশ ভালো আছি।
দুঃখ বিলাসী আমি আর আমার মন-ক্ষত মুখমুখি থাকি বাকি কটাদিন।