কাক ও কোকিল
মনোতোষ কুমার মজুমদার
কাক কালো কোকিল কালো , রং যে তাদের একই।
এক রঙেতেই ভিন্ন তাদের রূপ আছে যে দেখি।
কোকিল কুহু আহা! কী সুর! জুড়ায় মন ও প্রাণ।
কা-কা রবে ডাকলে যে কাক বুকে লাগে হাঁফটান।
ভবঘুরে কোকিল সেতো, কোথায় তাহার বাসা?
ছোট্ট তবু কাকের আছে একটি ভালোবাসা।
সুযোগ বুঝে কোকিল সেথায় নিজের ডিমটি পাড়ে।
দিনে দিনে কোকিল ছানা কাকটি বড়ো করে।
শুধু কালো দিয়েই যায়না চেনা রংতো কেবল মেকী।
কাকের কা-কা, কোকিল কুহু চিনতে হবে নাকি?
কাকতো বোকা বেসুরো সে স্বার্থ বোঝে নাযে।
মিষ্টি কথায় কোকিলেরা আখের গোছায় মাঝে।
সুখ বসন্তে কেবল কোকিল গাইবে কুহু ডাকে।
বেসুরো কাক হেলাফেলা বছরভরে থাকে।
ঝাট দিয়ে যায় আমার উঠোন ঝাড়ুদার সে কাক।
আমার খবর নেওয়ার যে তার নেইযে কোন ফাঁক।
চোখে দেখা , কানে শোনা সবকি সত্য সেটা?
চিনতে হবে কাক না কোকিল আসল সত্য যেটা।