জ্বলছে আমাজান
মনোতোষ কুমার মজুমদার
জ্বলছে দাউ দাউ আগুন।
চারিদেকে পোড়া মাংসের গন্ধ।
সে হুল্লোরে সবুজে লেগেছে ছাই রঙ।
পৃথিবী এখনো ঘুরছে পৃথিবীকে সংগে নিয়ে পাগোলের মত।
আমাজানে লেগেছে আগুন।
স্বর্ণালি আভার সর্বগ্রাসী ক্ষুধার আগ্রাসনে জ্বলছে আমাজান।
পালাবার পথ নেই কোন।
মহা প্রলয়ের বার্তা যেন এ।
দাউ দাউ জ্বলছে আমাজান।
পুড়ছে মন , পুরছে বন।
আর কতক্ষন?
সভ্যতার অসভ্যতায় পৃথিবীর ফুসফুসে আজ লেলিহান হানাদার।
আমাজানের ক্ষত ধীরে ধীরে পচন ধরাবে পৃথিবীর প্রতিটি অঙ্গে।
শিরায় উপশিরায় কুণ্ডলীকৃত ধোঁয়ার আঁধারে নামবে মৃত্যু নিশ্চিত।
নড়ে উঠেছে সভ্যতার ভীত।
মৃত্যু ,নিশ্চিত মৃত্য।
শুধু সময়ের অপেক্ষা।