জীবন নামতা
মনোতোষ কুমার মজুমদার
এক এক্কে এক।
এক পৃথিবী, একই আকাশ ,একই সূর্য-চন্দ্র দেখ।
দুই এক্কে দুই।
এক চোখেতে দেখিসনারে চোখযে তোর আছে দুই।
তিন এক্কে তিন।
তৃতীয় নয়ন কল্পনাতে ডুবলে পাবি ছন্দবীণ।
চার এক্কে চার।
ডাইনে-বায়ে , সামনে-পিছে সব করে নে একাকার।
পাঁচ এক্কে পাঁচ।
পাঁচটি আঙুল মুষ্ঠিবদ্ধ খুশিমনে একসাথে বাঁচ।
ছয় এক্কে ছয়।
ছয় ঋতুতে বছর গড়া জীবন সেতো ছন্দময়।
সাত এক্কে সাত।
সাত সমুদ্র পাড়ি দিতে রাখরে সবাই হাতে হাত।
আট এক্কে আট।
সবখানেতে কৃষ্ণ থাকে পাহাড়-নদী-সবুজমাঠ।
নয় এক্কে নয়।
নয় গ্রহতে এক পৃথিবী আজকে কেমন হচ্ছে ক্ষয়।
দশ এক্কে দশ।
জেতা হারা ঠুনকো সেতো থাকলে মিলে দশে দশ।