চোখের শেষ ফোঁটাটুকু শুকতে দিও না –
নোনতা স্বাদটুকু বাঁচিয়ে রাখ –
জবাব নিতে হবে যে।

বুকের শেষ রক্তদাগটুকু মুছে দিও না –
লাল রক্তফোঁটা সূর্য হয়ে জ্বলুক –
জবাব নিতে হবে যে।

সবটুকু ব্যথা পাষাণ হতে দিও না –
অনুভবে জগরিত থাকুক –
জবাব নিতে হবে যে।

তোমার শেষ লজ্জাটুকু বিকিয়ে দিও না –
কৌপীন কপড়ে ঢাক –
জবাব নিতে হবে যে।

তোমার শেষ কথাটুকু হারাতে দিও না –  
প্রশ্ন করার সুযোগ তুমি পাবে –
জবাব নিতে হবে যে।

তোমার অস্ত্রে মরিচা পরতে দিও না –
ওর ধার একটু রেখে দিও –
জবাব নিতে হবে যে।

তোমার জীবনের সবটুকু আঁধার ভেবনা –
একটুকরো সকাল তুমি নিশ্চই পাবে –
জবাব নিতেই হবে যে।