হ্যাঁ আমি সাম্প্রদায়িক।
মানুষ আমার সম্প্রদায়।
মনুষ্যত্ব আমার পরিচয়।
শিরায় শিরায় আগুন জ্বলে যখন দেখি অমানুষের দল-
বিবেক পুড়িয়ে মানুষ পোড়ায়।
রক্তে রক্তে ঢেউ ওঠে যখন দেখি পিশাচের দল-
ধর্ষিতা মেয়টার আর্তনাদে নিজেদের উল্লাস খোঁজে।
হ্যাঁ হ্যাঁ আমি সাম্প্রদায়িক।
আমি থাকতে চাই আমার ধর্মে।
আমি থাকতে চাই আমার বিশ্বাসে।
আমি থাকতে চাই আমার মনুষ্যত্বে।
আমার আঙিনায় তোর হিংস্রতার, কূপমণ্ডূকতার কোন স্থান নেই।
ঝেটিয়ে বিদেয় করবই তোর নোংরামিকে।
গর্জে উঠবে আমার প্রতিবাদ তোর মেকীপনা আর রক্তলালসায়।
হ্যাঁ আমি সাম্প্রদায়িক।
তুই যে বিশ্বাসে গড়িস বিভেদ প্রাচীর-
যে বিশ্বাসে তুই খেলিস রক্ত-হোলি, ভাঙ্গিস দেশাচার-
সে বিশ্বাসের বিষ নিঃশ্বাসে আমার তীব্র ঘৃণা, সীমাহীন রাগ।
কাল নাগিনি তুই।
তোর কালো লকলকে জিভে আছে মারণ বিষ।
সে জিভ আমি ছিঁড়বই।
তাতে যদি হই আমি সাম্প্রদায়িক-
তবে হ্যাঁ আমি সাম্প্রদায়িক।