গাছের জন্যে
মনোতোষ কুমার মজুমদার
গাছের পাতা পড়লো বলে ছুটে আসো তেড়ে।
অনেক কথা শুনিয়ে যাও তোমার মাথা নেড়ে।
উঠোন তোমার নোংরা হল আমার গাছের পাতায়।
এগাছ শুধু আমার জন্য এই রেখেছো মাথায়।
সবুজ বাতাস দেয়না এ গাছ , দেয়না তোমায় ছায়া?
রসালো ফল আমার জন্য এই ভেবেছ ভায়া?
আজকে মরলে কালকে দুদিন মাটী পড়েই রবে।
এ গাছ শুধু নয়কো আমার রাখো অনুভবে।
এ গাছ তোমার, এ গাছ আমার ভগবানের দান।
পাখপাখালি এ গাছেতে গাইছে দেখো গান।
মধুর সে গান পাওনা কি ভাই এই ক্ষনেতে শুনতে?
নাকি তুমি আটকে আছো ঝরাপাতা গুনতে।
গাছের জন্যে ঝগরা ছাড়ো রক্ষা করো তাকে।
গাছ লাগিয়ে সারিয়ে তোল মোদের পৃথ্বীমাকে।
চলো দুজন গাছের ডালে চুপটি করে বসি।
গল্প করি প্রাণের সুখে, সৃষ্টি সুখে ভাসি।