একটা গাছ
মনোতোষ কুমার মজুমদার
চলো একটা গাছ লাগাই –
ছায়া পাবো।
চলো একটা গাছ লাগাই –
সবুজ নেবো।
চলো একটা গাছ লাগাই –
বাতাস চাই।
চলো একটা গাছ লাগাই –
বৃষ্টি নাই।
চলো একটা গাছ লাগাই –
রসালো ফল।
চলো একটা গাছ লাগাই –
বাড়াই বল।
চলো একটা গাছ লাগাই –
রোগ সারাই।
চলো একটা গাছ লাগাই –
দূষণ তাড়াই।
চলো একটা গাছ লাগাই –
চাইযে বন।
চলো একটা গাছ লাগাই –
ভাঙছে মন।
চলো একটা গাছ লাগাই –
বন্ধু পাই।
চলো একটা গাছ লাগাই –
সিন্ধু চাই।
চলো একটা গাছ লাগাই –
আসছে ঝড়।
চলো একটা গাছ লাগাই –
নয় ও পর।
গাছ লাগাই, গাছ লাগাই –
সবাই একটি করে গাছ লাগাই।
গাছই মোদের আপনজন
জীবন বাঁচার রসদ ভাই।