একালব্য
Monotosh Kumar Majumder

নিশাদপুত্র একালব্য।
রাজপুত্র যদিবা জন্ম নীচ কূলে।
সদা মনে ভাবে যোগ্য শিক্ষা পাবে
গুরে দ্রোণাচার্যে পেলে।
দুরু দুরু বুক , হয়ে উন্মুখ গুরি দ্রোণে করে বাসনা প্রকাশ।
হাসি কলোরোল ওঠে পান্ডবে-কৌরবে
কী স্পর্ধা বালকে! কত তার আশ?
গুরু দ্রোণ কহে, বাসনা তোমার ওহে
বাসনাই থাক যাও এথা হতে।
রাজগুরু আমি , তুমি নীচু কুলগামি
শিষ্য মোর তুমি হবে না কোনমতে।
নীচু করি শির ,  চলে যায় ধীর
নিষাদপুত্র একালব্য।
পিছু হতে শোনে, রাজপুত্র গণে
কথা কহে অশ্রাব্য।
বিফল মনোরথ , করে সে শপথ
অর্জুন সম হবে সে ধনুর্ধর।
দ্রোণ প্রতিমূর্তি করিয়া স্থাপন, মনেতে জ্বলন্ত স্বপন
চলে অস্ত্র শিক্ষা নিরন্তর।
গুরু তারে মানিল না শিষ্য , নিশ্চুপ দেখিয়া বিশ্ব
মহাতেজে চলে শর নিক্ষেপ।
কাটে নিশিদিন, বনেতে গহীন
কোথা নাই তার ভ্রূক্ষেপ।
শর শন শন দৃঢ তার পণ নিশ্চল নিশ্চিত।
ধ্যান মগ্ন তাপসের ধ্যান ভাঙ্গাবারে সারমেয় এক আসিল আচম্বিত।
তারস্বরে তার বিঘ্ন বারংবার
একি শোরগোল বনমধ্যে।
রাজপুত্র গণে খুঁজিতেছে বনে
দিবা শেষে নামিল যে সন্ধ্যে।
একী দেখি চোখে , দাঁড়ায়ে সম্মুখে
প্রিয় সারমেয় নিশ্চুপ।
পশ্চিমে ডুবিছে দিবাকর সমুখে দাঁড়ায়ে নিষাদ কিশোর
একী মহিমা অপরূপ!
দেখি গুরু দ্রোণে এল তার সনে
প্রনমি দাঁড়ায় এক প্রান্তে।
তাকে গুরু মেনে স্বশিক্ষা সংগোপনে
পারিল তা জানতে।
শিক্ষা সে তো অন্তরের প্রকাশ, কি বন কি আকাশ
সর্বধারায় প্রবাহমান।
কে বা তারে বাঁধিবে গন্ডিতে? রাখিবে দূরে নীচ কূল হতে?
কেবা করে দান?
যারে তুমি কর অপমান নিজেরে ভাবি সুমহান
দূর করি দাও গৃহ হতে।
সময় সারণী বেয়ে আসিবে সে কীর্তি ধেয়ে
যাতনা নিজেরই হবে পেতে।
গুরু দ্রোণ আজ মনেতে নিঃস্ব মানিল না যারে শিষ্য
সে যে আজ অর্জুন প্রতিদ্বন্দ্বী।
অর্জুন হবে শ্রেষ্ঠ ধনুর্ধর নিজ মুখে দিয়াছিল বর
তাই আঁকিল মহা ফন্দি।
হে বীর গুরু  যদি মান তবে ঠিক জানো
দক্ষিনা তারে দিতে হবে।
একালব্য বীর নত করি শির
গুরু বাক্য মানিল নীরবে।
গুরু বাক্য মানি কাটিল তক্ষুনি
বৃদ্ধাঙ্গুলি দ্বয়।
সাক্ষী থাকে উচ্চকূল রাজপুত্রগণ , পশুপক্ষী গহীন বন
মেদিনি ভাসিল রুধির ধারায়।
যা নেই ভারতে তা নেই ভারতে
মহাভারত সুমহান মহাকাব্য(?)
অর্জুন রচিল ইতিহাস শত লক্ষ শত্রু করি নাশ
শুধু বঞ্চনা সহিল নিষাদপুত্র একালব্য।