দুর্গাপূজা
মনোতোষ কুমার মজুমদার

দুর্গাপূজা দুর্গাপূজা মহালয়ার সুর ।
আসছে মা ঐ, তাইতো মনে আনন্দ ভরপুর।
দুর্গাপূজা দুর্গাপূজা প্রাণে খুশির হাওয়া।
ভক্তি মনে অঞ্জলি আর শীতল গাঙে নাওয়া।
দুর্গাপূজা দুর্গাপূজা আজ যে ছুটি, চল।
ক্লান্ত প্রাণে সতেজতা রাঙা পায়ে মল।  
দুর্গাপূজা দুর্গাপূজা নতুন জামা পরা।
রাঙা ঠোঁটে বাঁকা হাসি হৃদয় পাগলপারা।
দুর্গাপূজা দুর্গাপূজা উজল আলোর ছটা।
মা এসেছে তাইতো মনে খুশির ঘনঘটা।
দুর্গাপূজা দুর্গাপূজা ফিরে ফিরে আসা।
নীল আকাশের নীলাম্বরে কাশের বনে ভাসা।
দুর্গাপূজা দুর্গাপূজা শাঁখ মঙ্গলঘট।
স্মৃতির কোণে মধুমাখা তুলি আঁকা পট।
দুর্গাপূজা দুর্গাপূজা সকল ভুলে থাকা।
বিষাদ্ঘন বিজয়াতে লাল সিঁদুরে মাখা।
দুর্গাপূজা দুর্গাপূজা কান্না দূরে থাক।
হারিয়ে যাক চোখের সে জল মা দিয়েছে ডাক।
দুর্গাপূজা দুর্গাপূজা ভুলের অবসান।
শত্রু শত্রু খেলা ভুলে পবিত্রতায় স্নান।