বনগাঁ লোকাল
মনোতোষ কুমার মজুমদার
জীবন যুদ্ধে জুড়ে গেছে বনগাঁ লোকাল।
ঝিক ঝিক শব্দ, শত ব্যস্ততা-কোলাহল,
ট্রেনের ভেঁপু কিংবা হকারের কলতান
জুরে গেছে জীবনের অনন্য স্বাদে।
ঘামে ভেজা ক্লান্তিকে যেন যুগ যুগ ধরে
বয়ে নিয়ে চলেছে এই বনগাঁ লোকাল।
একদিন যারা ছিল অপরিচিত
আজ তার চির আপন।
একদিন যা ছিল অকল্পনীয়
আজ তা চূড়ান্ত বাস্তব।
প্রতিদিনকার নিষ্পেষণে একটুকরো টাটকা বাতাস
এই বনগাঁ লোকাল।
দিন আসে দিন যায় থেকে যায় স্মৃতি।
শত শত ঘটনা স্মৃতি হয়ে জীবনের অ্যালবামে
গেঁথে চলে এই বনগাঁ লোকাল।
অশ্লীলতা, প্রেম, ঔদ্ধত্য , বিবেক
হাত ধরাধরি করে চলে এই বনগাঁ লোকালে।
ডাক্তার, ঝাড়ুদার, চাকুরে, হকার, ছাত্র কিংবা শিক্ষক
মিলেমিশে একাকার এই বনগাঁ লোকালে।
যাত্রী সকলে এই বনগাঁ লোকালে কান্না ও হাসি
একসাথে ভাগাভাগি করে চলে।
জীবনের একটা বড়ো সময়কে বয়ে নিয়ে চলে
আমাদের এই বনগাঁ লোকাল।
ঝরা পাপড়ির মতো কেউবা খসে যায় ,
কেউবা উড়ন্ত পাখীর মতো আসে
একদিন চলে যাবে বলে।
আসা আর যাওয়া চলে প্রতিদিনের এই বনগাঁ লোকালে।
প্রেমহীন জীবনে প্রেম আসে, জীবনকে ততটা অনর্থক মনে হয়না।
বরং বনগাঁ লোকালহীন জীবনটাই বড়ো অর্থহীন মনে হয়।
বুকের মধ্যেকার হৃদপিন্ডের মতো
জীবনের শিরায় শিরায় প্রাণরস ছড়ায় বনগাঁ লোকাল।
জীবনের ফুসফুসে কেবলি বাতাস ভরে চলে।
এ যেন একটুকরো পৃথিবী।
জীবনের আর এক নাম বনগাঁ লোকাল।