বাদলাদিনে
মনোতোষ কুমার মজুমদার

অঝোর ঝরে বৃষ্টি ঝরে সকাল হতে সন্ধ্যে।
মন যে আজ আবেশঘন সোঁদামাটির গন্ধে।
গাছগুলি সব দাঁড়িয়ে আছে বৃষ্টি মাথায় নিয়ে।
ভিজছে কেমন টুনটুনিটা গাছের পাতার ছায়ে।
ব্যাঙেরা সব খেলছে সুখে সাগরভরা জলে।
বৃষ্টিধারা আপনমনে এমনি বয়ে চলে।
কোন সে দূরে মেঘের কোলে চাতক পাখী ডাকে।
একলা মাঝী নৌকাতে তার ঢুলছে নদীর বাঁকে।
সুয্যিমামার নেইযে দেখা আজ সে মেঘের পিছে।
রামধনু তার রঙটি নিয়ে ময়ূর নাচন নাচে।
বাঁধনহারা ছেলেরা সব খেলছে ফাঁকা মাঠে।
বৃষ্টিভেজা গরুটি তার বাছুরটাকে চাটে।
বাদলাদিনে কেমন যেন মনকাড়া সে সুর।
তবু আহা  লাগছে ভালো আনন্দ ভরপুর।