হাজারো কথা ছিল বলার
তার না বলায় হারিয়ে গেল সব
নিঃশব্দ নিঃশ্চুপে।
খুঁজে ফিরি তাকে এই কথার মাঝে
যদি সে শোনে।
কিছু সময় নিঃশব্দে চেয়ে থাকি তার পানে
যদি সে কিছু বলে।
অবশেষে আবার হারিয়ে যায়
নিঃশব্দে নিঃশ্চুপে।
দেখি সেদিন রাতের গভীর আঁধারে
আমার সেই না বলা কথাগুলো-
মিশে যাচ্ছিল মেঘের মাঝারে।
সেদিন দেখি বাতাসে মিলিয়ে যাচ্ছিল
আমার এই অভিমান গান,
নিঃশব্দে নিশ্চুপে হারিয়ে যাচ্ছিল
আমার এই না বলা প্রাণ।