তুমি কি জান, আমি কে?
তুমি কি জান, কে আমি?
আমি হলাম, হাজার বছর ধরে চলা এক পথিক
হেঁটেছি লক্ষ-কোটি মাইল দূরত্ব,
সেই মিসিসিপি থেকে মিশর ঘুরে
আজ রয়েছি সিন্ধু নদী তীরে।
তুমি কি জান আমি কে? কে আমি?
আমিতো এক ক্ষণজন্মা
যে জন্মেছিলাম এক ক্লান্ত বিকালে।
যার মৃত্যু এক ক্ষ্যান্ত সকালে।
আমি এক পুণর্জন্মা, উজ্জেবীত প্রাণ।
তুমি কি জান কে আমি?
আমি তো সেই প্রেমিক
যে কখনো ফারাহ, কখনো মজনু হয়ে
হারিয়েছি শিরিহ বা কখনো লায়লা
কখনো রাঞ্জা হয়ে হারিয়েছি হির।
আমি হলাম সেই আত্মঘাতী লাইসোজোম
যে নিজেকে নিজেই করেছি শেষ।
আবার রাইবোজোম হয়ে সঞ্চার করেছি প্রাণ।
তুমি কি আমায় চিনেছ?
আমি সেই উন্মাদ উলঙ্গ ঋষি
যে বিধাতার খোঁজে উঠেছি হিমবালুকার মস্তকে।
করেছি রুদ্র তান্ডব তার বুকে।
তোমরা কি চিনেছ আমাকে?
আমি কে?