হে ইন্দ্রানী, কোথা হতে এলে তুমি?
কেন ডাকো তুমি মোরে
ডাকলে তুমি মনে হয় ইন্দ্র আমি।
জানো না তুমি যে কে,
আমি যে কার?
আমি যে এক ভিখারি চান্ডাল
গোধূলির রঙে রাঙিয়েছি নিজেরে
শুধু তোমার গৌরবে নিজের গড়াতে
তুমি যে দেব রানী গো।
আকুল আবেদন মোর
ডেকো না আমারে তুমি।
তোমার ডাকে হয়ে যেতে পারি,
দেবরাজ ইন্দ্র আমি।