মনের আশা মুখের ভাষা
কভূ নাহী মিলে,
আজব আজব আশাঁ বাঁধে
সব মানুষের দিলে।

টাকা হলে বাড়ি গাড়ি
আরও কত কিছু,
মনটা তাহার ভরে না আর
ছুটেই টাকার পিছু।

আজব দেশের আজব মানুষ
আজব সবার মন,
পরের ক্ষতি নিজের ভাল
চায় যে প্রতিক্ষন।