সূর্যি মামা উঠল হেসে
শান্ত শীতল ভোরে,
গানের পাখি কোকিল দেখ
গাইছে মধুর সুরে।
আকাঁ বাকাঁ পথটি ধরে
নদী বয়ে যায়,
দক্ষিন হাওয়ায় হৃদয় জুড়ে
প্রানের ছোয়া পায়।
ফুল বাগিচার পবণ থেকে
মিষ্টি সুবাস আসে,
বিন্দু রূপার কণা দেখ
শিশির ভেজা ঘাসে।
রংধনু আর সুনীল আকাশ
দেখতে লাগে বেশ,
কোন শিল্পীর রংয়ে আকাঁ
এমন পরিবেশ?