সমানে সমান বন্ধুত্ব হয়
অসমানে নয়,
দুইয়ের মাঝে বন্ধুত্বের বন্ধন
থাকে একটু ভয়!

শ্রেণিভেদে বন্ধু বান্ধব
স্বজন যত হয়,
হিংসা, বিদ্বেষ, অহংকারে
হবে তার পরাজয়।

মানুষ মোরা একি রকম
কিন্তু একি নয়!
ভিন্ন ভিন্ন ধাপে ধাপে
মানুষের পরিচয়।

সকল শ্রেণির সকল মানুষ
একি সূত্রে নয়,
মানবতার সমাজে লুণ্ঠিত আজ
মানবিকতার ক্ষয়।

মজদুর বল, কৃষক যাঁরা
তাদের পরিচয়,
তারাও মানুষ মনুষ্যত্বময়
নেই কোন সংশয়।

সকল মানুষ আল্লাহর সৃষ্টি
রবের শ্রেষ্ঠ বিস্ময়,
মানুষের মাঝে তবুও এখন
ভেদাভেদ কেন রয়।।