জীবনের সূর্যোদয়ে - বিবস্ত্র বটে। তবে সর্বাঙ্গঁ আলোকিত।
জীবনের মধ্যাহ্নে - আবৃত, অনাবৃত, ব্যাস্ত, শ্রান্ত, উত্তপ্ত।
জীবনের অপরাহ্ণে - শীতল, শিথিল, বস্ত্রের উপর বস্ত্র অতিরিক্ত।
জীবনের সূর্যাস্তে - সর্বাঙ্গেঁ সাদা থানের এক টুকরো বস্ত্র।