আমি বসন্ততে পাখির থেকে
গান শিখেছিলেম এক ।
সেই গানের সুরে তোমায় কাছে
ডেকেছিলেম অনেক।
আমি বসন্ততে ফুলের থেকে
ঘ্রাণ নিয়েছিলেম এক।
সেই ঘ্রাণের টানে তোমায় কাছে
টেনেছিলেম অনেক।
আমি বাসন্তীকে, এক বসন্ততে,
ছুঁয়েছিলেম ক্ষণিক।
অনেক সাদামাটা ছিলেম ।
রঙিন হলেম খানিক।
বসন্ত থেকে অনেক নিলাম,
দেইনি কোনই কিছু।
আমার হয়ে বাসন্তী তুমি,
বসন্তকে দিও কিছু।
বসন্ত। আমি হিংসুটে খুব।
তাই। বলছি - ‘অল্প নিও’।
বাসন্তী আর বসন্ত -
দু’টোয়-ই আমায় দিও।