এক থেকে দুই বড়
ধূৎ - তেরি ছাই ।
অংকেতে কাঁচা বলে
আমি অসহায় ।
এরপরও রয়ে গেছে
যোগ,ভাগ,গুণ ।
তিন ভাগ পেলেও
চায়ছে দ্বিগুণ ।
আমি নই হাতেম তাই
সবই দিয়ে দেব ।
সাড়ে ঊনচল্লিশ দিলে তো
ছটাক আষ্টেক পাব ।
হিসেব কষতে গেলে
ধরা হয় ভুল ।
আমি নাকি নিজেতে
নিজেই মশগুল ।
এত মাথা ব্যাথা নিয়ে
ভালবাসা দায় ।
কত এলো কত গেল?
ধূৎ - তেরি ছাই ।
হিসেব-নিকেষ সব
শিকেয় তোল ,
বাসবেই ভাল যদি
অংকটা ভোল ।
অংকেতে কাঁচা হলে
কি-বা এসে যায় ?
মণ,সের বাদ দিয়ে
মনটাই চাই ।