না-না কখনো না । কোন ভুল ছাড়াও ।
আকাশ থেকে মাটিতে শুধু ফুল ছড়াও ।
মাটি থেকে আকাশে শুধু ফুল উড়াও ।
না-না কখনো না । কোন ভুল ছাড়াও ।
আমি যদি বর্বর, তুমি নহে তা ।
যা সাদা কবুতর, যা উড়ে যা ।
উড়ে উড়ে সাদা দিয়ে কালোকে মুছাও ।
শান্তির কথাগুলো বিলিয়ে বেড়াও ।
মানব দানব হলে বলব ভয়াল,
ওরে সাদা কবুতর তুই-তো দয়াল ।
উড়ে উড়ে মানবেরে পথটা চেনাও ।
সাদা পাখা শান্তির উড়িয়ে বেড়াও ।
না-না কখনো না । কোন ভুল ছাড়াও ।
আকাশ থেকে মাটিতে শুধু ফুল ছড়াও ।
মাটি থেকে আকাশে শুধু ফুল উড়াও ।
না-না কখনো না । কোন ভুল ছাড়াও ।